নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধা পৌরসভার স্টেশন রোডে নতুন বাটা শোরুমের পূর্বপাশে অনামিকা লেন সংলগ্ন এলাকায় গত বৃহ¯পতিবার রাতে সু-প্যালেসের কর্মচারি রনি মন্ডলের কাছে বখাটেরা ছিনতাইয়ের চেষ্টা করে ব্যর্থ হয়ে ওই প্রতিষ্ঠানে প্রকাশ্যে ভাংচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সদর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়।
অভিযোগ সুত্রে জানা গেছে, বৃহ¯পতিবার রাত ১১টার দিকে সু-প্যালেসের কর্মচারি রনি মন্ডল দোকান থেকে বের হয়ে বাড়ি যাওয়ার জন্য নতুন বাটা শোরুমের পূর্ব পার্শে অনামিকা লেন সংলগ্ন এলাকায় পৌছিলে শহরের ডেভিড কো¤পানীপাড়ার রনজু মিয়ার ছেলে জীবন মিয়া ও জাফরুল ইসলামের ছেলে জুয়েল মিয়া নামে দুই বখাটে তার পথরোধ করে তাকে টানা হেচড়া করতে থাকে।
একপর্যায়ে তার কাছে থাকা টাকা পয়সা ও মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করলে তার চিৎকারে সু-প্যালেসের পরিচালক মোশফাকুর রহমান ও আশেপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করে এক ছিনতাইকারিকে আটক করে। পরে এলাকাবাসির অনুরোধে ছিনতাইকারিকে ছেড়ে দেয়া হয়।
কিন্তু ওই ছিনতাইকারিকে ছেড়ে দেয়ার প্রায় ১৫ থেকে ২০ মিনিট পর ১৫/১৬ জনের একদল বখাটে লোহার রড, শাবল, চাইনিজ কুড়াল ও লাঠিসোটাসহ সু-প্যালেসে ঢুকে কর্মচারিদের উপর হামলা চালিয়ে মালামাল তছনছ করে এবং দোকানের ক্যাশে থাকা ৯০ হাজার টাকা জোরপূর্বক ড্রয়ার থেকে বের করে নেয়।
শুধু তাই নয়, এসময় তারা দোকানের মালামাল তছনছ করে দেড় লাখ টাকাসহ মোট আড়াই লাখ টাকার ক্ষতিসাধন করে। এছাড়া বখাটেরা সু-প্যালেসের পরিচালক মোশফাকুর রহমান ও কর্মচারিদের খুন জখম করবে বলে হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় ওই রাতেই সু-প্যালেসের পরিচালক মোশফাকুর রহমান গাইবান্ধা সদর থানায় একটি অভিযোগ করেন।