Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৪-৬-২০২৩, সময়ঃ রাত ০৮:১১

গাইবান্ধায় সৌর্হাদ্য ৩ প্লাস - প্রকল্প পরিদর্শনে ইউএসএইড এবং কেয়ার বাংলাদেশের প্রতিনিধিদল

গাইবান্ধায় সৌর্হাদ্য ৩ প্লাস - প্রকল্প পরিদর্শনে ইউএসএইড এবং কেয়ার বাংলাদেশের প্রতিনিধিদল

নিজস্ব প্রতিবেদক ►

মাঠ পর্যায়ে গাইবান্ধায় সৌর্হাদ্য প্রকল্পের মাঠ পয়ায়ে কাজ পরিদর্শন করেছেন ইউএসএইড এবং কেয়ার বাংলাদেশ-এর একটি  যৌথ প্রতিনিধিদল। আজ ১৪ জুন ২০২৩ প্রকল্পের কাজ পরিদর্শনে যমুনা নদীর চরাঞ্চল গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের উত্তর খাটিয়ামারী ও পশ্চিম খাটিয়ামারী গ্রামে যান প্রতিনিধিদল।

সেখানে প্রতিনিধিদল গ্রাম উন্নয়ন কমিটি (VDC), গ্রামীণ সঞ্চয় ও ঋণদান সমিতি (VSLA), স্থানীয় সেবাদানকারী (LSP) ব্যক্তিবর্গের সাথে গ্রামবাসীর চাষাবাদ, জীবন-জীবিকা নিয়ে কথা বলেন। বন্যা, নদী-ভাঙ্গন সঙ্গে নিজেদের নিত্য লড়াই করে চলার কথা বর্ণনা করেন গ্রামবাসী। বলেন, চরের বাসিন্দা হিসেবে চরের বাস্তবতাকে নিয়েই তাদের জীবন ও জীবিকা নির্বাহ করতে হয়। তবে সকলের সহযোগিতায় চরে উন্নত চাষাবাদ পদ্ধতি, উচ্চমূল্য ফসল উৎপাদন এবং বাজার ব্যবস্থা ভালো হওয়ায় তাদের জীবিকার মান বেড়েছে। জীবিকার সাথে সাথে তাদের সামাজিক অবস্থারও উন্নতি হয়েছে বলে জানান গ্রামবাসী।

গ্রামবাসী ছাড়াও প্রতিনিধিদল গ্রামের বালিকাদের নিয়ে গঠিত গার্লস ফোরাম-এর সদস্যদের সাথে কথা বলেন। তারা গ্রামের কিশোর-কিশোরীদের শিক্ষা ব্যবস্থা ও বাল্যবিবাহের বিষয়েও জানতে চান। শত প্রতিকূলতার মধ্যে বালিকাদের পড়াশোনা চালিয়ে যাওয়ায় তাদের ভূয়সী প্রশংসা করেন প্রতিনিধিদল।  প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে উঠোন বৈঠকের পাশাপাশি প্রতিনিধিদল বসতভিটা উঁচুকরণ, কেঁচো সার উৎপাদন, বসতভিটায় সবজি চাষসহ আয়বর্ধক অন্যান্য কাজ পরিদর্শন করেন। 

এর আগে প্রতিনিধিদল, গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শ্রীপুর ইউনিয়নের নয়নসুখ বড়াইকান্দি গ্রামে সৌর্হাদ্য ৩ প্লাস –এর কাজ পরিদর্শনে কমিউনিটি ক্লিনিক-এর সেবা কাজ দেখেন। প্রকল্পের কাজ পরিদর্শন করেন।

প্রতিনিধি দলে ইউএসএইড-এর প্রকল্প ব্যবস্থাপনা বিশেষজ্ঞ তোফায়েল আলম, আকলিমা হক, মোহাম্মদ নাজমুল হোসেন ভূইয়া, কেয়ার বাংলাদেশ-এর মান্নান মজুমদার, রফিকুল ইসলাম, মো. মাহফুজ আশরাফ। এ সময় এসকেএস ফাউণ্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক খন্দকার জাহিদ সরওয়ার, প্রকল্প ব্যবস্থাপক এ.কে.এম আব্দুল মতিনসহ প্রকল্পের কর্মকর্তাগণ।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad