নিজস্ব প্রতিবদেক►
`স্মাট বাংলাদেশ বিনির্মান ,আমাদের অঙ্গীকার’ এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে গাইবান্ধায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।
গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্তরে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। প্রধান বক্তা ছিলেন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান।
সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ,ফ ম বাহাউদ্দিন নাসিম । গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দি, বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহবুব আরা বেগম গিনি , সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরী, অ্যাডভোকেট উম্মে কুলসুম ম্মৃতি , সংসদ সদস্য ও সাবেক ছাত্র নেতা মাহমুদ হাসান রিপন, স্বেচ্ছাসেবক লীগের নেতা মোশতাক আহম্মেদ রঞ্জু, আব্দুল লতিফ সরকার প্রমুখ।
বক্তারা বলেন, বাঙালী জাতি অসম্প্রদায়িক রাজনীতি বিশ্বাস করে।ধর্ম নিয়ে যারা রাজনীতি করে বিএনপি জামাত তাদের রাজনীতিকে বাংলাদেশের মানুষ প্রত্যাখান করেছে । ১৯৭৫ সালে মোশতাক সরকার ষড়যন্ত্র করে স্বপরিবারে বঙ্গবন্ধু পরিবারকে হত্যা কর পেছনের দরোজা দিয়ে ক্ষমতায় এসেছিলেন। তারা খুনি ।
আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দিতে রক্তপাত করে বঙ্গবন্ধুর সরকারকে নিশ্চিহ্ন করে সরকার গঠন করেছিলো। হত্যাকারীদের প্রতিষ্ঠা করতে এই বিএনপি সরকার যাবতীয় ব্যবস্থা করেছিলেন। হত্যাকারীদের বিচার না করে তারা তাদের ক্ষমতায় বসেছিলেন।