নিজস্ব প্রতিবেদক►
‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রার শিল্প নিয়ে পৌঁছে যাবো আমরা উন্নতির শিখরে’ স্লোগানে গাইবান্ধায় হয়ে গেল গণজাগরণের যন্ত্রসংগীত উৎসব। শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উৎসব অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় এ আয়োজন করা হয়। এ উৎসবে বিভিন্ন যন্ত্রে সুরের মূর্ছনা ছড়িয়ে দেন অংশগ্রহণকারীরা। গ্যালারিতে বসে তা মুগ্ধ হয়ে উপভোগ করেন কয়েক শতাধিক দর্শক।
তবলায় মাহমুদ সাগর মহব্বতের নেতৃত্বে তারই ক্ষুদে শিশু শিল্পী ছাত্ররা অংশগ্রহণ করেন এবং বাঁশিতে সুর ও তালের সাথে ছিলেন নুরেন আজিজ। সুরকার ও গিটারিস্ট রিপন চৌধুরীর নেতৃত্বে গিটার, কি বোর্ড ও প্যাডের বাদন মাতেন দর্শকরা।
এদিকে ফোক গানের বিভিন্ন সুরে দেশিয় যন্ত্রসংগীত হিসেবে হারমোনিয়াম, ঢোল, তবলা, বাঁশি, মন্দিরা ও অন্যান্য যন্ত্রে মাতিয়ে তুলেছেন গাইবান্ধার বালাসি বাউল ও ধাপেরহাটের দ্বীপশিখা সংগীত নিকেতন। এছাড়া ঢোলভাঙ্গার দল যাত্রপালার বিভিন্ন মিউজিকের ওপর অসাধারণ এক আবহ তৈরী করেন যাত্রার বাজনা বাজিয়ে।
এর আগে, অনুষ্ঠানের শুরুতে সংস্কৃতিকর্মী ও সাংবাদিক অমিতাভ দাশ হিমুনের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল আউয়াল, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কে এম রেজাউল হক, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সিনিয়র সাংবাদিক খায়রুজ্জামান কামাল, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক প্রমতোষ সাহা, সহ-সভাপতি শাহ মশিউর রহমান ও খাজা সুজন এবং জেলা কালচারাল অফিসার আলমগীর কবির।