গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জ শহরের মসল্লা পট্টির সেলিম মিয়ার গোডাউন থেকে চুরি যাওয়ায় ৩ লক্ষ টাকার মসলাসহ চোর রিমন প্রধানকে গ্রেফতার করেছে পুলিশ। রিমন পৌর এলাকার মাগুড়া কেশবপুর মহল্লার আব্দুল গফুরের পুত্র। পওে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ শেষে তাকে কারাগাওে পাঠানো হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন জানান, মসল্লা ব্যবসায়ি সেলিম মিয়ার কাছ থেকে চুরির খবর পেয়ে পুলিশের কয়েকটি টিম মাঠে নামাই। তাদের তৎপরতায় এবং প্রযুক্তি ব্যবহার করে মাত্র কয়েক ঘন্টার অভিযানে মসলা চুরির মুলহোতা রিমনকে আটক করি এবং পওে তার দেয়া তথ্য মতে একটি ঘর থেকে চুরি করা সমুদয় মসল্লা উদ্ধার করা হয়।