গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গোবিন্দগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে । সভায় প্রধান অতিথি ছিলেন, গাইবান্ধা-৪ গেবিন্দগঞ্জ সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।
বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম তাজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জাফরীন জাহিদ জিতি, গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু রুশদ মোঃ শরিফুল ইসলাম জর্জ।
এছাড়াও গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোপাল মোহন্ত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শফিউল ইসলাম মন্ডল, মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়াারম্যান অনোয়াারুল ইসলাম প্রধান, কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ,গোবিন্দগঞ্জ সরকারি কলেজের প্রভাষক দীপক কর প্রমুখ। সভায় আসন্ন ঈদ উপলক্ষে আইন-শৃঙ্খলা, সড়কে যানজট নিরসন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।