Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৭-২-২০২৩, সময়ঃ রাত ০৮:১৭

গোবিন্দগঞ্জ পৌর সভার উদ্যোগে ভলিবল টুণামেন্টের উদ্বোধন

গোবিন্দগঞ্জ পৌর সভার উদ্যোগে ভলিবল টুণামেন্টের উদ্বোধন

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শান্তুনু কুমার দেব স্মৃতি স্বাধীনতা কাপ ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে পৌর সভার উদ্যোগে টুর্ণামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর সভার মেয়র মুকিতুর রহমান রাফি।

উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি আরিফ হোসেন। এতে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, প্যানেল মেয়র শাহিন আকন্দ, পৌর কাউন্সিলর রিমন তালুকদার, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোকাররম হোসেন রানা প্রমূখ।

অনুষ্ঠানে ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ক্রীড়াবিদ প্রয়াত শান্তুনু কুমার দেবের পুত্র মিথুন কুমার দেব সহ পৌর সভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর, ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী খেলায় জয়পুর হাটের পাঁচবিবি ভলিবল কল্যাণ সংঘ বনাম দিনাজপুর ঘোড়াঘাট খেলোয়াড় কল্যাণ সমিতি অংশ গ্রহণ করেন। এতে দিনাজপুরের ঘোড়াঘাট খেলোয়াড় কল্যাণ সমিতি  ৩-০ পয়েটে পাঁচবিবি ভলিবল কল্যাণ সংঘ জয় লাভ করে।

 

 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad