গোবিন্দগঞ্জ প্রতিনিধি►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আনন্দ টিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আব্বাস উল্লাহ সিকদারের চতুর্থ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। পবিত্র কোরআন খতম, দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে তার মৃত্যুবার্ষিকী পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ এবং বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র জেলা আওয়ামী লীগের সদস্য মুকিতুর রহমান রাফি, থানার ওসি শামসুল আলম শাহ্।
আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আনন্দ টিভির প্রতিনিধি উজ্জল হক প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি হাজী জাকারিয়া ইসলাম জুয়েল, বীরমুক্তিযোদ্ধা শ্যামলেন্দু মোহন রায়, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি গোপাল মোহন্ত, সাধারণ সম্পাদক রাসেল কবির, সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ খান প্রমুখ।
পরে শীতার্ত অসহায়দের মাঝে খাবার ও শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।