গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জননেতা আব্দুল লতিফ প্রধানের দ্রুত সুস্থতা কামনা করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার মসজিদে- মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বাদ জুম্মার নামায আদায় শেষে এ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠান গুলিতে বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন পেশার ধর্মপ্রান মুসল্লী বৃন্দ উপস্থিত ছিলেন।
গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান গত কয়েক দিন যাবত অসুস্থ অবস্থায় বাড়ীতে চিকিৎসা নিচ্ছেন। তিনি যেন দ্রুত সুস্থতা লাভ করেন, এ জন্য পরিবারের পক্ষ থেকে দোয়া কামনা করেছেন।