গোবিন্দগঞ্জ প্রতিনিধি►
প্রধানমন্ত্রী ঘোষিত গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের জায়গায় রংপুর ইপিজেড দ্রুত বস্তবায়নের দাবিতে গোবিন্দগঞ্জ শহরের চারমাথা মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর ইপিজেড এর কার্যক্রম দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন পালন করা হয়।
ইপিজেড বাস্তবায়ন কমিটির আয়োজনে মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইপিজেড বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও ওয়ার্কার্স পার্টির সভাপতি এম এ মোতিন মোল্লা, জাসদ নেতা সেকেন্দার আলী, জেএসডি নেতা আইয়ুব হোসেন সরকার, বাসদ নেতা রফিকুল ইসলাম, অধ্যক্ষ শরিফ আহমেদ, গোবিন্দগঞ্জ প্রেসক্লাব সভাপতি গোপাল মোহন্ত, সহ সভাপতি জাহিদুর রহমান প্রধান টুকু, সাধারণ সম্পাদক রাসেল কবির, সাংস্কৃতিক কর্র্মী বিশিষ্ট ব্যবসায়ি বাবুলাল চৌধুরী, সাংস্কৃতিক কর্র্মী অলোক কুমার রির্র্পোটার্র্স ফোরামের শাহ অলম সাজু,সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি মাহমুদ খান, মোহন্ত, ক্রাইম রির্র্পোটার ইউনিটের সভাপতি আলমগীর হোসেন, মানবাধিকার সংস্থার সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক সাহাদুর রহমান সাজু, দর্র্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি সাহারুল ইসলাম, সমাজকর্মী তৌফিকুল ইসলাম পাপন, নারীনেত্রী হ্য্যাপী খাতুন, ধারা ভাষ্য্যকার রবিউল ইসলাম প্রমুখ।
বক্তারা অবিলম্বে রংপুর ইপিজেড এর অবকাঠামো নির্মাণসহ যাবতীয় কার্যক্রম শুরু করার দাবি জানান। সেইসাথে মহান জাতীয় সংসদে ইপিজেড বাস্তবায়নের লক্ষ্যে কাজ শুরুর জন্য প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্র্ষণ করে বক্তব্য দেয়ায় সংসদ সদস্য আবুল কালাম আজাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।