গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” এই শ্লোগান সামনে রেখে ঈদ-উল-আযহা উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে নাকাই বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় শহিদ মুক্তিযোদ্ধা বাদল স্মৃতি ফুটবল একাদশ ৫-০ গোলে তালুকজামিরাা ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে।
রবিবার বিকেল চারটায় নাকাই ইউনিয়ন যুব সমাজের আয়োজনে ও নাকাই ইউনিয়ন জাতীয় পার্টির উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচের সার্বিক ব্যবস্থাপনা ও পরিচালনা করেন শাখাহার ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে মনোনয়ন প্রত্যাশি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন জুয়েল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাকাই ইউনিয়ন জাতীয় পাটি সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন দরবস্ত ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শাহ আলম তালুকদার, সাধারণ সম্পাদক আহাসানুল হক রুবেল, সাংগঠনিক সম্পাদক আলম মন্ডল, জাতীয় যুব সংহতি গাইবান্ধা জেলা শাখার যুগ্ন-আহবায়ক রুহুল আমিন, উপজেলা জাতীয় যুব সংহতির সাবেক যুগ্ন-আহ্বায়ক সাবলু মিয়া প্রধান। শেষে অতিথিবৃন্দ বিজয়ীদল এবং রানাস্ আপ দলের হাতে পুরস্কার তুলে দেন।