Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৮-৫-২০২৩, সময়ঃ বিকাল ০৩:০৮

গোবিন্দগঞ্জে কোচাশহর বাজার এলাকায় সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি

গোবিন্দগঞ্জে কোচাশহর বাজার এলাকায় সামান্য বৃষ্টিতেই হাঁটু পানি

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

পরিকল্পিত ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই গাইবান্ধার গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের কোচাশহর বাজার এলাকা পানি জমে জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। মাঝে মধ্যে মেরামতের উদ্যোগ নিলেও পরিকল্পিত মেরামত না হওয়ায় জনগণের কল্যাণে এই মেরামত কোন কাজেই আসছে না। অপর দিকে মেরামতের নামে সরকারের অর্থের অপচয় হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের।

গোবিন্দগঞ্জ শহর থেকে এবং মহিমাগঞ্জ বন্দর থেকে মাঝামাঝি অবস্থানে কোচাশহর বাজার। ইতিমধ্যে হোসিয়ারী শিল্পের প্রসার ঘটায় সারা দেশে তৈরী শীতের কাপড়ের জন্য  যথেষ্ট সুনাম রয়েছে কোচাশহরের। এই এলাকার বিভিন্ন গ্রামের প্রায় অর্ধলক্ষাধিক মানুষ এই শিল্পের সাথে জড়িত। প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে ছোটবড় নানা ধরণের যানবাহন আসে এখানে। এছাড়াও  গোবিন্দগঞ্জ থেকে এই সড়ক টি সাঘাটা উপজেলার সদর ও বোনারপাড়া পর্যন্ত চলাচলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন। আর মহিমাগঞ্জে অবস্থিত রংপুর চিনিকলের কারণে অনেক আগে থেকেই সড়কের গুরুত্ববহন করছে দীর্ঘ দিন থেকে। 

কিন্তু এই সড়কের কোচাশহর বাজার এলাকায় কোন পনি নিস্কাশন ব্যবস্থা না থাকায় সারা বছর বাসা বাড়ী ও হোটেলের পানি রাস্তায় জমে থাকে। আর যদি সামান্য বৃষ্টি হয় তা’হলে হাটু পানি জমে সড়কে চলাচল অনুপোযোগি হয়ে পড়ে। প্রয়োজনে তাগিদে যানবাহন চলাচলের সময় পানি ছিটকে দোকানের জিনিস পত্র নষ্ট করছে আবার  ছিটকে যাওয়া রাস্তার ময়লা পানিতে পথচারীর কাপড় চোপড় নষ্ট হয় মাঝে মধ্যেই। স্থানীয় ব্যবসায়ি ও পথচারীরা দ্রুত সড়কটি স্থায়ী মেরামত করার দাবী জানিয়েছেন।

এই সড়কে চলাচলকারী ধারাইকান্দি এলাকার ইকবাল হোসেন জানান, পানিতে সড়কে সৃষ্টি হওয়ায় খানা খন্দক পানিতে ডুবে থাকায় মাঝে মধ্যে সিএনজি ,অটোরিক্সা সহ নানা ধরণের যানবাহন উল্টে ঘটছে ছোটবড় বিভিন্ন ধরণের দুর্ঘটনা। তার দাবী কোচাশহর বাজার এলাকার চলাচল অনুযোগি সড়কটি পরিকল্পিত এবং দীর্ঘস্থায়ী টেকসই করে সংস্কার করা হোক।

গোবিন্দগঞ্জ উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার বলেন, এই সড়কের সংস্কার কাজ চলমান রয়েছে। ঈদের কারণে বন্ধ ছিল এখন কাজ আবারো শুরু হবে। তবে কোচাশহর বাজার এলাকাটি দীর্ঘ স্থায়ী ও টেকসই করতে  আরসিসি করার উদ্যোগ পক্রিয়াধীণ রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad