মহিমাগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক গ্রাম থেকে গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় অন্য গ্রামের মানুষের হাতে আটক হয়েছে গরুচোর। আজ সোমবার (২১ আগস্ট) ভোর রাতে গরুসহ আটক ওই চোরের নাম মো: শিপন মিয়া (২৫)। সে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের জিরাই গ্রামের আনছার আলীর ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার শেষ রাতের দিকে একটি গরু নিয়ে দ্রুতগতিতে হেঁটে বগুড়া জেলার ডাকুমারা হাটের দিকে যাচ্ছিলো শিপন মিয়া নামের ওই যুবক। পথে শালমারা এলাকার লোকজন সন্দেহের বশবর্তী হয়ে তাকে গরুসহ আটক করে। এ সময় সে গরুটি চোরাই হিসেবে স্বীকার করে আটককারীদের কাছে।
এদিকে মহিমাগঞ্জ ইউনিয়নের পূর্বপান্তামারী গ্রামের শরিফুল ইসলাম নামে এক ব্যক্তির গোয়াল থেকে একটি গরু চুরি হয় ওই রাতেই। তারা গরুসহ চোর আটকের খবর পেয়ে সেখানে পৌঁছে আটক গরুটি তাদের বলে সনাক্ত করে। পরে শালমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা গরুসহ চোর শিপন মিয়াকে গোবিন্দগঞ্জ থানায় সোপর্দ করেছেন বলে নিশ্চিত করেন ইউপি সদস্য আব্দুল খালেক।