Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৮-৩-২০২৩, সময়ঃ সকাল ১০:৪৯

গোবিন্দগঞ্জে ৬শ’ ইয়াবাসহ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র‌্যাব

গোবিন্দগঞ্জে ৬শ’ ইয়াবাসহ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র‌্যাব

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৬শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আতিকুর রহমান উজ্জল (৪৫) নামের এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ একটি অভিযানিক দল। গ্রেফতার হওয়ায় উজ্জল গোবিন্দগঞ্জ উপজেলার মেকুরাই গ্রামের মোঃ মোজাম্মেল হকের পুত্র।

র‌্যাব-১৩ সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ এক প্রেস রিলিজে জানান, গত সোমবার (২৭ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে করে নিজ বাড়ী থেকে  ৬শ ইয়াবাসহ মোঃ আতিকুর রহমান উজ্জলকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সাথে তার সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে।

তার সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। র‌্যাব বাদী হয়ে এব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় আতিকুর রহমান উজ্জলের বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করে তাকে থানায় হস্তান্তর করেছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন জানান গ্রেফতারকৃত আতিকুর রহমান উজ্জলকে থানায় হস্তান্তর করলে তাকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad