Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২-৭-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৪৯

গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধ॥ প্রতিপক্ষের হামলায় নিহত ১॥ গ্রেফতার ৬

গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধ॥ প্রতিপক্ষের হামলায় নিহত ১॥ গ্রেফতার ৬

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। ঘটনার সাথে জড়িত এজাহার ভুক্ত ৬জনকে গ্রেফতার করছে পুলিশ। গত শনিবার রাত ১০ টার দিকে উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া  গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ওই  গ্রামের মৃত মোবারক আলীর ছেলে আব্দুস সাত্তার (৬৫)। 

আজ রবিবার দুপুরে এ ঘটনায় ৯ জনকে আসামী করে নিহত সাত্তারের পুত্র আনোয়ার হোসেন একটি হত্যামামলা দায়ের করলে পুলিশ মামলার এজাহার ভুক্ত আসামী উপজেলা খুকশিয়া গ্রামের সমশের আলীর  ছেলে হাবিবুর রহমান মধু মিয়া (৪৫), মৃত শরিফ উদ্দীনের ছেলে  কাওসার আলী (৪৭) মুনসুর আলীর ছেলে সাখাওয়াত হোসেন ছকু (৩৫), সাইদুর রহমান (২৫) সানোয়ার (২৮), ও মনতাজ আলীর ছেলে মিলন মিয়া শেখ (২৮) কে গ্রেফতার করে।

স্থানীয়রা শনিবার রাত দশটার দিকে আব্দুস সাত্তারের সাথে জমির বিষয় নিয়ে মধুর ঝগড়া শুরু হয়। এ সময় হঠাৎ করে মধুসহ তার শরিকরা অতর্কিতভাবে সাত্তারের উপর হামলায় চলায়। এতে ঘটনাস্থলেই আব্দুস সাত্তার মারা যান। 

এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী হামলাকারীদের ঘরের মধ্যে আটকে রেখে গোবিন্দগঞ্জ থানায় খবর দেন। গাইবান্ধা জেলার সহকারী পুলিশ সুপার সি-সার্কেল উদয় কুমার সাহা গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ, পুলিশ পরির্দশক (তদন্ত) বুলবুল ইসলাম, নাকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খ,ম, সাজুকে সাথে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃতদের থানায় নিয়ে আসেন

স্থানীয়রা জানায় জমির সীমানা নিয়ে আব্দুস সাত্তারের সাথে মধু মিয়ার বাকবিতন্ডা চলছিল। এক পর্যায়ে মধু মিয়া সহ তার লোকজন সাত্তারের ওপর হামলা করলে সে মারা যায়। খবর পেয়ে রাত সাড়ে ১২ টার দিকে গাইবান্ধার সিনিয়র সহকারি পুলিশ সুপার উদয় কুমার সাহা, থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিকভাবে দশজনকে আটক করা হয়। রোববার দুপুরে মামলা দায়েরের পর মামলায় নাম না থাকায় ৪ নারীকে বাদ দিয়ে ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।  মামলার অপর ৩আসামীকে গ্রেফতারে পুলিশী অভিযান অব্যহত রয়েছে।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad