গোবিন্দগঞ্জ প্রতিনিধি►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি, ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া এবং অলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১০ মার্চ) সকাল ১১টায় গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থপনা বিভাগের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড মহড়া শেষে আলোচলা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল লতিফ প্রধান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসার এস.এম অব্দুলাহ-বিন-শফিক এসময় বিভিন্ন শিক্ষা প্র্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অলোচনা সভাশেষে উপজেলা চত্বরে বর্র্নাঢ্য র্যালির মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষনা করেন।