গোবিন্দগঞ্জ প্রতিনিধি►
গোবিন্দগঞ্জে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস পালন ও ৫ আগষ্ট শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম এবং ৮ আগষ্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী পালনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান ও বিশেষ অতিথি ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্র্জ শামসুল আলম শাহ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরম্নল ইসলাম আজাদ, উপজেলা ওয়ার্কাকর্স পাটির সভাপতি আব্দুল মতিন মোল্লা, চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দরবস্ত ইউপি চেয়ারম্যান আবু রশিদ মো: শরিফুল ইসলাম জর্জ, গোবিন্দগঞ্জ মহিলা কলেজের সহযোগি অধ্যাপক ফিরোজ খানুন, গোবিন্দগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক দীপক কুমার কর, গোবিন্দ্গঞ্জ প্রেসক্লাব সভাপতি গোপাল মোহন্ত, কাটাবাড়ী ই্উপি চেয়ারম্য্যান জোবায়ের হাসান মফিক মাহহমুদ গোলাপ, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক লিটন প্রমুখ।