Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৮-৫-২০২৫, সময়ঃ সকাল ১০:৪০

গোবিন্দগঞ্জে ঝড়ে বটগাছ ভেঙে পড়ে চা-দোকানীর মৃত্যু

গোবিন্দগঞ্জে ঝড়ে বটগাছ ভেঙে পড়ে চা-দোকানীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সময় পুরোনো একটি বটগাছ ভেঙে পড়ে শাপলা বেগম (৩৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (১৭ মে) রাতে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের পীরপল বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাপলা বেগম স্থানীয় চা-দোকানী খোকা মিয়ার স্ত্রী। ঘটনার সময় তিনি নিজ দোকানে কাজ করছিলেন। তবে ভাগ্যক্রমে বেঁচে গেছেন তার স্বামী খোকা মিয়া, যিনি তখন দোকানের বাইরে ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে পড়লে শাপলা বেগম মোবাইল ফোনে স্বামীকে দ্রুত দোকানে ফিরতে বলেন। এর কিছুক্ষণ পরেই শুরু হয় দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি। হঠাৎ বাজারের পাশে থাকা একটি পুরোনো বটগাছ তাদের দোকানের ওপর ভেঙে পড়লে গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান শাপলা।

স্থানীয়দের অভিযোগ, গাছটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। বিষয়টি একাধিকবার কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অবহেলার কারণেই এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে দাবি এলাকাবাসীর।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad