Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-২-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:২৪

গোবিন্দগঞ্জে টাকা ধার দেয়ার কথা বলে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

 গোবিন্দগঞ্জে টাকা ধার দেয়ার কথা বলে ধর্ষণ, ধর্ষক গ্রেফতার

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জে টাকা ধার দেয়ার কথা বলে রাতভর এক গৃহবধূকে ধর্ষণ করেছে তার সৎ মামা।  এ ব্যাপারে ভুক্তভোগী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত ধর্ষক আশরাফ মিয়াকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।  

গোবিন্দগঞ্জ থানায় দায়ের হওয়ায় এজাহার সুত্রে জানা গেছে পার্শ¦বর্তী বগুড়া সদর উপজেলার লাহিরী পাড়া ইউনিয়নের উত্তর  সাত শিমুলিয়া গ্রামের  হিরা শেখের স্ত্রী মৌসুমী  আক্তার (২৫) স্বামীর চিকিৎসার জন্য  সৎ মামা গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর সভার  পান্থাপাড়া কানিপাড়া দুর্গাপুর মহল্লার মৃত আব্দুর রহমানের পুত্র আশরাফ মিয়া ( ৪০) কাছে ১০ হাজার টাকা ধার চায়। 

গত বুধবার ( ১৫ ফেব্রুয়ারী) সেই টাকা দেয়ার কথা বলে তাকে মোবাইল ফোনে গোবিন্দগঞ্জে ডেকে আনে।  মৌসুমী আক্তার টাকা নেয়ার জন্য বিকেল ৫টার দিকে গোবিন্দগঞ্জ দক্ষিণ বাসষ্ট্যান্ডে নামলে আশরাফ তার বাড়ী নিয়ে যাওয়ার কথা বলে মোটরসাইকেলে তুলে নিয়ে উপজেলার রাজাহার ইউনিয়নের বরট্ট গুচ্ছ গ্রামের একটি বাড়ীতে নিয়ে যায়। পরে সেখানে আটকে রেখে মৌসুমীকে সারারাত ধর্ষণ করে আশরাফ।

পরদিন বৃহস্পতিবার ( ১৬ ফেব্রুয়ারী) ভোরে আশরাফ ঘুমে মগ্ন থাকা অবস্থায় নির্যাতিতা গৃহবধূ পালিয়ে মায়ের বাড়ী যায়। মা এবং স্বামীর পরামর্শে আজ রবিবার (১৯ ফেব্রয়ারী) সকালে মৌসুমী গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ আশরাফকে গ্রেফতার করে। 

এব্যপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন জানান, আসামীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং ধর্ষণের আলামত সংগ্রহের জন্য ভিকটিমকে গাইবান্ধা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad