Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-৩-২০২৩, সময়ঃ রাত ০৭:২৯

গোবিন্দগঞ্জে ট্রক্টরের বালু চাপায় ঢাকা পড়ছে গ্রামীণ পাকা সড়ক

 গোবিন্দগঞ্জে ট্রক্টরের বালু চাপায় ঢাকা পড়ছে গ্রামীণ পাকা সড়ক

গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সরকারের গ্রামীণ সড়ক উন্নয়ন কাজ ঢাকা পড়ছে ট্রাক্টরের বালু চাপায়। গ্রামীণ পাকা সড়কে দাপিয়ে বেড়ানো ট্রাক্টর গুলো অধিক পরিমান বালু নিয়ে এলজিইডি’র নতুন পুরাতন সড়ক  যেমন ভেঙ্গে যাচ্ছে তেমনি বালুতে ঢাকা পড়ছে গ্রামীণ পাকা সড়ক। এতে গ্রামকে শহর বানানো সরকারের পরিকল্পনায় যেমন বাধাগ্রস্থ হচ্ছে তেমনি সাধারণের চলাচলের ক্ষেত্রে নানা ধরণের দুর্ভোগের শিকার হচ্ছেন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা।

উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের মজিদের ঘাট থেকে মহিমাগঞ্জ ইউনিয়নের রেলষ্টেশন পর্যন্ত, কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া থেকে বোগদহ, সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ থেকে ঘোড়াঘাট সড়ক, চকরহিমাপুর থেকে কাটা পর্যন্ত এবং বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন এলাকার বেশ কিছু পাকা সড়ক ট্রাক্টর চলাচলে ভেঙ্গে ছোট বড় খানাখন্দকে পরিনত হয়েছে এবং বালু পরিবহণের সময় ট্রলি ও ট্রাকে বহণ করা অতিরিক্ত বালু পড়ে পাকা সড়ক ঢাকা পড়ে যাচ্ছে।

সাহেবগঞ্জ যাওয়ার সড়কের নিমের গাছ নামক স্থানে একটি কার্লভাট ভেঙ্গে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এসব সড়কে খানাখন্দকে এবং ধুলাবালিতে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। বালু নিয়ে ট্রাক ও ট্রাক্টর চলাচলে রাস্তার পাশে অবস্থিত সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা পড়েছে চরম বিপাকে। ক্লাশের সময় শ্রেণীকক্ষ ধূলায় অন্ধকার হয়ে যায়। ধুলা-বালিতে টেবিল-চেয়ার বেঞ্চ বই খাতা নষ্ট হচ্ছে। মাঝে মধ্যেই সর্দিজ্বরে আক্রান্ত হচ্ছেন তারা।

সাহেবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন হায়দার জানান, বিদ্যালয় সংলগ্ন সড়ক হওয়ায় ট্রাক্টর ও অন্য যানবাহন গেলেই রাস্তায় পড়ে থাকা ধুলা-বালি জানালা দিয়ে প্রবেশ করে শ্রেণী কক্ষ অন্ধকার হয়ে ক্লাশ নেয়া কঠিন হয়ে পড়ে। মাঝে মধ্যেই শিক্ষক-শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ছেন। অতিরিক্ত বালু পরিবহন বন্ধে প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে।

গোবিন্দগঞ্জ এলজিইডি’র উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার ট্রাক্টরের বেপরোয়া চলাচলের কারণে এলজিইডি’র বেশীর ভাগ সড়ক নষ্ট হওয়ায় কথা শিকার করে বলেন এ ব্যাপারে উপজেলা আইন-শৃংখলা কমিটির সভায় আলোচনাও হয়েছে। ভারী যানবাহন চলাচল বন্ধে প্রশাসন তৎপর বালু উত্তোলন ও পরিবহন বন্ধ। তবে জনচেতনা ছাড়া এ ধরণের যানবাহন চলাচল শতভাগ বন্ধ করা কঠিন । 
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad