গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে তাবলীগ জামাতের আঞ্চলিক ইস্তেমার অবকাঠামো নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার সাহেবগঞ্জ কাটা মোড়ে রংপুর চিনিকলের বাণিজ্যিক খামারের জমিতে তাবুর খুঁটি পোতার মাধ্যমে নির্মাণ কাজের উদ্বোধন করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। সৌদী আরব, শ্রীলঙ্কা, মিয়ানমারসহ বিভিন্ন দেশের মেহমান ও দেশীয় মুরুব্বিদের সাথে নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলিম উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি গাইবান্ধা জেলার বার্ষিক আঞ্চলিক ইস্তেমা গোবিন্দগঞ্জে অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহিত হয়। এ প্রেক্ষিতে সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ কাটা মোড় এলাকায় রংপুর চিনিকলের বাণিজ্যিক খামারের জমিতে এর স্থান নির্ধারণ করা হয়। গতকাল শনিবার দুপুরে দোয়া মাহফিলের মাধ্যমে তাবুর একটি খুঁটি পোতার মাধ্যমে ইস্তেমার অবকাঠামো নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
এ সময় শ্রীলঙ্কার মেহমান মাওলানা নিজামুদ্দিন সহ সৌদী আরব, মিয়ানমার ও ভারতের মেহমান ছাড়াও গাইবান্ধা জেলা তাবলীগ জামাতের মুরুব্বী কামরুল হাসান চৌধুরী এবং গোবিন্দগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বশির আহমেদ, ডা: হাবিবুর রহমান, এডভোকেট নাজমুল করিম রতন, জোবায়ের হাসান রঞ্জু, বেলাল হোসেন, ফুলবাড়ি ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান মন্ডল শিবলু প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে সুষ্ঠুভাবে ইস্তেমা অনুষ্ঠানে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।