Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৮-৫-২০২৩, সময়ঃ বিকাল ০৪:০৮

গোবিন্দগঞ্জে নারীসহ ২ জনের রহস্যজনক মৃত্যু, দুটি মামলা দায়ের

গোবিন্দগঞ্জে নারীসহ ২ জনের রহস্যজনক মৃত্যু, দুটি মামলা দায়ের

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নারী সহ ২ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলো উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের ছোট নারায়নপুর গ্রামের মৃত নূর হোসেনের পুত্র রফিকুল ইসলাম (৬০) ও একই ইউনিয়নের মথুরাপুর গ্রামের ইজার আলীর স্ত্রী আসমা বেগম (৫০)। রোববার দুপুরে পুলিশ লাশ দুটি উদ্ধার জেলা সদর হাসপাতালের পাঠিয়েছে।

গোবিন্দগঞ্জ থানার এসআই সুজন কবির জানান, মানসিক রোগে আক্রান্ত রফিকুল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এমন খবর পেয়ে ঘটনাস্থল পৌঁছে লাশ দেখে সন্দেহ হলে আত্মহত্যা সম্পর্কে  নিশ্চিত হওয়ার জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। 

অপরদিকে এসআই অনিমেষ জানান, আসমা বেগম নামের অপর এক নারী পেটের ব্যাথা সহ্য করতে না পেরে ইঁদুর মারা বিষ খেয়ে অসুস্থ হয়ে পড়ে। তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎধীন অবস্থায় রোববার ভোরে তিনি মারা যান। এই লাশের বগুড়া হাসপাতালের মর্গে ময়না তদন্ত করা হয়েছে। এব্যাপারে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার আলী জানান, থানায় দু’টি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।


 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad