গোবিন্দগঞ্জ প্রতিনিধি►
গোবিন্দগঞ্জে নিজ ঘর থেকে স্বপন চন্দ্র (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে ঘরের দরজা ভেঙ্গে পুলিশ লাশটি উদ্ধার করে।
মৃত স্বপন গোবিন্দগঞ্জ পৌর এলাকার প্রধান পাড়ার নারায়ন চন্দ্রের ছেলে। থানায় এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও পরিবারের লোকজন জানায় স্বপন দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিল। গতরাতে খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পরে। এরপর আজ অনেক বেলা হলেও ঘুম থেকে না ওঠায় তাকে ডাকাডাকি করা হয়। কিন্ত তাতেও ঘুম থেকে না উঠলে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে স্বপনের ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ বিষয়টি নিশ্চিত করে জানান, এই ব্যপারে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।