Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৫-৫-২০২৩, সময়ঃ সকাল ০৯:৫৭

গোবিন্দগঞ্জে পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, দুই পুলিশ আহত ও ৫ জন গ্রেফতার

গোবিন্দগঞ্জে পুলিশের উপর হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, দুই পুলিশ আহত ও ৫ জন গ্রেফতার

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের কালীতলায় রবিবার সন্ধ্যা অনুমান ৭টার দিকে এ এস আই মাহাবুব ও এ এস আই রুবেল সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্ট ভুক্ত আসামি শামীমকে পুলিশ কর্তৃক গ্রেফতারের একপর্যায়ে আসামি শামীমকে প্রথমে সন্ত্রাসীরা ছিনিয়ে নেয় ।

এসময় পুলিশের সঙ্গে সন্ত্রাসী গ্রুপের হাতাহাতি হয় ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এবং গোবিন্দগঞ্জ থানা থেকে অতিরিক্ত পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসী গ্রুপের নেতা জুয়ারু নজরুলসহ চার জনকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। অন্যরা পালিয়ে যায়। এতে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত বুলবুল ইসলামের নেতৃত্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার এক পর্যায়ে হ্যান্ডকাপ পরা ধৃত শামীমকে ছিনতাই করে নেওয়া হয়েছিল । তাকে একটি মহলের মধ্যস্থতায় গোবিন্দগঞ্জ থানায় সোপর্দ করা হয় বলে জানা গেছে।

থানা সূত্রে আরও জানা গেছে, ট্রাইব্যুনাল মামলা নং-৪৩৭/২০২০ এর ওয়ারেন্ট ভুক্ত আসামি শামীম পিতাঃ মোঃ রফিকুল ইসলাম,গ্ৰামঃ দুর্গাপুর কে ওয়ারেন্ট মুলে গ্ৰেফতার করে পুলিশ ।  তার সহযোগী সন্ত্রাসী বাহিনী একযোগে পুলিশের উপর হামলা করে সরকারি কাজে বাধা সৃষ্টি করে পুলিশকে আহত করে বলে জানিয়েছেন ওসি তদন্ত বুলবুল ইসলাম ।

তিনি আরো জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে । এ এস আই মাহবুব ও রুবেল আহত হয়েছেন ।এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃতরা থানা হাজতে রয়েছে বলে জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বুলবুল ইসলাম ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ইজার উদ্দিন ।

থানা সূত্রে আরো জানা গেছে, ধৃত আসামিগণ হচ্ছে নজরুল ইসলাম, শরিফুল ইসলাম, মোস্তফা আহমেদ বিপু ও মুহিত এবং ওয়ারেন্ট ভুক্ত আসামী শামীম। গ্ৰেপ্তারকৃত নজরুল গ্রুপ এর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বুলবুল ইসলাম এই প্রতিনিধিকে মোবাইলে জানান।

অপর দিকে পলাতকদের গ্ৰেপ্তারের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বুলবুল ইসলাম। গোবিন্দগঞ্জের অপরাধজগতের কালো অধ্যায় দরবস্ত ইউনিয়ন ও তালুককানুপুর বলে ভুক্তভোগী মহল এই প্রতিনিধিকে জানিয়েছেন। জ্বিনের বাদশা, হ্যাকার গ্রুপ, কষ্টি পাথর ও মূর্তি ব্যবসায়ীদের অভায়ারণ্য গোবিন্দগঞ্জের উত্তর জনপদ। সচেতন মহল আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ অভিযান জোরদার এর দাবি জানিয়েছেন।।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad