গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের পৃথক অভিযানে ৫ কেজি গাঁজাসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ (শনিবার, ২৫ জানুয়ারি) দুপুরে গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করে। এর আগে, গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে উপজেলার সিংহডাঙা এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের এস আই সোহানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে চক সিংহডাঙ্গায় সন্দেহভাজন রবিউল ইসলাম (২৭), রমজান আলী (৩৮), নাজমুল মিয়া নাজু (২৬) ও আল আমিন (২০) নামে ৪ জন আটক করা হয়। এসময় তল্লাসি করে তাদের কাছ থেকে আলাদা আলাদা পোটলায় বহণের সময় সাড়ে ৩ কেজি গাঁজা জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে থানায় হস্তান্তর করা হয়েছে।
এদিকে গোবিন্দগঞ্জ থানার এসআই হাফিজুর রহমান জানান, একই মহাসড়কের আতিকের ভাটা এলাকায় পুলিশের একটি অভিযানিক দল যাত্রবাহী বাসে তল্লাশি চালিয়ে দেড় কেজি গাঁজাসহ লিমন ইসলাম লেবু (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, আসামীদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা হয়েছে। আজ (শনিবার, ২৫ জানুয়ারি) দুপরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।