Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২-৭-২০২৩, সময়ঃ সকাল ০৭:৩৫

গোবিন্দগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১০

গোবিন্দগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত ১, আটক ১০

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করছে পুলিশ। শনিবার রাত ১০ টার দিকে উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই গ্রামের মৃত মোবারক আলীর ছেলে আব্দুস কুদ্দুস।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার নাকাই ইউনিয়ন খুকশিয়া গ্রামে দীর্ঘদিন থেকে মধু ও আনসারের মধ্য জমি নিয়ে বিরোধ চলছিল। শনিবার সকালে বিরোধী জমিতে দুই পক্ষ সীমানা নির্ধারনের জন্য সার্ভেয়ার (আমিন) নিয়ে আসেন। সার্ভেয়ার এসেও তাদের বিরোধ মিটমাট করতে পারেনি। এক পর্যায়ে শনিবার রাত দশটার দিকে আনসারের ভাই আব্দুস কুদ্দুসের সাথে জমির বিষয় নিয়ে মধুর তর্ক চলছিলো। হঠাৎ করে মধুসহ তার শরিকরা অতর্কিতভাবে কুদ্দুসের উপর হামলায় চলায়।

ঘটনান্থলেই কুদ্দুস মারা যান। এঘটনায় এলাকাবাসী হত্যাকারীদের ঘরের মধ্যে আটকে রেখে গোবিন্দগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে হত্যাকারীদের আটক করে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়। 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা শামসুল আলম শাহ আজ রবিবার সকালে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় জড়িত থাকার অভিযোগ দশজনকে আটক করা হয়েছে। একটি হত্যা, মামলা দায়েরের প্রস্তÍুতি চলছে।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad