গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৭তম জন্মদিন পালন করা হয়েছে। এ উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকালে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান।
উপজেলা আওয়ামীলীগ দপ্তর রোকনুজ্জামান বুদু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী প্রধান বাদু, সহ সভাপতি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম বিরু, সহ সভাপতি ডঃ ইবনে আজিজ মোঃ নুরুল হোদা ফরহাদ আব্দুল্যা, সাবেক সহসভাপতি ও কামারদহ ইউপির সাবেক চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন, কৃষকলীগের কেন্দ্রীয় সদস্য ও সাবেক জেলা পরিষদের সদস্য খন্দকার জাহাঙ্গীর আলম, উপজেলা যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেট আওয়ামীলীগ ও অঙগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। শেষে শেখ হাসিনার সাফল্য ও মঙ্গল কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।