গোবিন্দগঞ্জ প্রতিনিধি►
বর্ণিল আয়োজনে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বই উৎসব পালন করা হয়েছে। বছরের প্রথম দিন আজ সোমবার (১ জানুয়ারি) গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্য্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গোবিন্দগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) এ এস এম আব্দুল্লাহ বিন শফিকের সভাপতিত্বে এবং হাসিবুল হক তুষারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষরদের চেয়ারম্যান আবদুল লতিফ প্রধান, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সদস্য ও গোবিন্দগঞ্জ পৌর মেয়র মুকিতুর রহমান রাফি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ্ আলম পারভেজ, সাবেক প্রধান শিক্ষক মরহুম আব্দুর রশিদের সহধর্মিনী দিলরুবা সিদ্দিকা, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোকাররম হোসেন রানা, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রুবিলা ইয়াসমিন, সহকারী শিক্ষক রানু প্রমুখ।
এছাড়া গোবিন্দগঞ্জ বিএম বালিকা উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু।
এসময় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ননী গোপাল রায়, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য অশোক কুমার সাহা, রাশেদ চৌধুরী, রফিকুল ইসলাম প্রধার সোহেল, সহকারী প্রধান শিক্ষক রাজু, সহকারী শিক্ষক মোস্তাফিজার রহমান, সহকারী শিক্ষক নাহিদ আকতার প্রমুখ।
শেষে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়।