গেবিন্দগঞ্জ প্রতিনিধি►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ স্পেশাল অলিম্পিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) দুপুরে শহরের অনুভব অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে সাব-চেপ্টার আয়োজিত সেমিনার এন্ড ওয়ার্র্কসপ ফর ফেমিলিস টিচারস এন্ড ভলেন্টিয়াস অভিভাবক ও শিক্ষক সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া এবং বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ বিন শফিক ও উপজেলা সমাজসেবা অফিসার শফিউল ইসলাম।
অনুভব অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে পরিচালক ফরিদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ স্পেশাল অলিম্পিকস চীফ কো-অর্ডিনেটর অরিন্দম পান্ডে, বাংলাদেশ স্পেশাল অলিম্পিক দলের কোচ মর্তুজা ইকবাল নুর প্রমুখ।