Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৪-১০-২০২৩, সময়ঃ বিকাল ০৩:১১

গোবিন্দগঞ্জে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইনের উদ্বোধন

গোবিন্দগঞ্জে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইনের উদ্বোধন

গোবিন্দগঞ্জ প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকাল ১০ টায় উপজেলার কোচাশহর ইউনিয়নের মন্ডল পাড়া চৌরাস্তায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন। 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় দেশব্যাপী ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূলে গোবিন্দগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর  ও ভেটেরেনারী হাসপাতালেরর আয়োজনে এই অনুষ্ঠানের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া। 

এতে প্রধান অতিথি ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রখেন টেকনিক্যাল কনসালটেন্ট ও  উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: বেলাল হোসেন, ভেটেরেনারী সার্জন  ডা: মোঃ তানভিক জাহান প্রমুখ। উপজেলা প্রানিসম্পদ অধিদপ্তর ও ভেটেরেনারী হাসপাতালের বাস্তবায়নে উপজেলার ১৭ ইউনিয়ন ও ১টি পৌর সভায় এই ক্যাম্পেইন চলবে আগামী ৯ অক্টোবর ক্যাম্পেইনের আওতায় টিকাদান কর্মসূচী অব্যহত থাকবে। 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad