Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২১-২-২০২৩, সময়ঃ বিকাল ০৩:৫৮

গোবিন্দগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

গোবিন্দগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। দিবসের তাৎপর্য তুলে ধরে  উপজেলা প্রশাসন উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পাটি, জাসদ, সিপিবি, ওয়ার্কস পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে দিনভর নানা কর্মসূচী পালন করা হয়। এর আগে রাত ১২টা ১মিনিটে স্থানীয় শহিদ মিনারে গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী, সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন,  পৌর সভার মেয়র মুকিতুর রহমান রাফি, উপজেলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু, থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন স্থানীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।  এসময় দলীয় নেতা-কর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

মঙ্গলবার বেলা সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এ ছাড়াও বিকেলে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে  শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad