গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা ৪ গোবিন্দগঞ্জ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।
আজ সোমবার বেলঅ ১১টায় গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। এতে অ্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস অফিসার ইমরান হোসেন চৌধুরী, গোবিন্দগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ বশির আহমেদ, গোবিন্দগঞ্জ ক্লাবের সভাপতি গোপাল মোহন্ত, গণ উন্নয়ন কেন্দ্রের সমন্বয়ক পলাশ কুমার দাস। অনুষ্ঠানে বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। শেষে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।