Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৬-৩-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৩৭

গোবিন্দগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালন

গোবিন্দগঞ্জে মহান স্বাধীনতা দিবস পালন

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে  সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মধ্য দিয়ে গোবিন্দগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধুর ম্যূরালে পুষ্পস্তবক এবং কাটাখালী স্মৃতিসৌধে অর্পণ করে গাইবান্ধা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগও অঙ্গ সহযেগী সংগঠন, উপজেলা মুুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা জাতীয়পার্টি, গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বিভিন্ন পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ পরিদর্শণ করেন গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ অসনের সংসদ সদস্য প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী।

এসময় গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান,উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন, থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু, ইউপি চেয়ারম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু রুশদ মোঃ শরিফুল ইসলাম জর্জ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডর নুরুল ইসলাম আজাদসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক –শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও উপজেলা প্রশাসনের আয়োজনে বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য সংবর্ধনা প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad