Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২২-৬-২০২৩, সময়ঃ রাত ০৭:৪৭

গোবিন্দগঞ্জে মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

গোবিন্দগঞ্জে মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

গোবিন্দগঞ্জ উপজেলার ২নং কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মোঃ সাদেক আলীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

কাটাবাড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে (২২ জুন) বৃহস্পতিবার দুপুরে ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান মোঃ শফিক মাহমুদ গোলাপ।

চেয়ারম্যান গোলাপ বলেন, গত ০৪/০৩/২০২৩ ইং তারিখে এই ইউনিয়নের হামিদপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে রাকিব হাসান দোলনকে মৃত প্রায় অবস্থায় তাহার বাড়ির পশ্চিম পাশে কালুপুকুর নামক স্থানে ভূট্টার জমিতে পাওয়া যায়। তাকে দ্রুত হাসপাতালে নেয়ার পথে সে পথিমধ্যে মারা যায়।

ঘটনার দিন ওই ওয়ার্ডের সদস্য মোঃ সাদেক আলী ঘটনাস্থলে গিয়ে মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করেন। এ ঘটনায মৃত রাকিব হাসান দোলনের বোন বাদি হয়ে গত ২৪/০৫/২০২৩ তারিখে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। গত ২১/০৬/ ২০২৩ ইং তারিখে অভিযোগের কাগজে জানা যায়, এই মামলায় ৪ নং আসামী হিসেবে অত্র ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ সাদেক আলীকে অর্ন্তভূক্ত করা হয়েছে।

এই মামলায় মোঃ সাদেক আলীকে অন্তর্ভূক্ত করা কোন ভাবেই ঠিক হয়নাই। কারণ মৃত ব্যক্তি পরিবারের সাথে সাদেক আলীর কোন বিষয় নিয়ে কখনোই মনোমালিন্য বা শত্রুতা ছিলনা। তবে নির্বাচনে পরাজয়ের শত্রুতায় পরাজিত প্রার্থী তাকে হয়রানী করার উদ্যেশে জনৈক হাবিবের কুপরামর্শে এই মিথ্যা মামলায় তাকে আসামী করা হয়েছে বলে অনেকে মনে করেন। 

তাই ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ সাদেক আলীর বিরুদ্দে হয়রানী মূলক মিথ্যা মামলা অন্তর্র্ভক্ত করে একজন জনপ্রতিনিধিকে হেয় প্রতিপন্ন করায় তিনি তীব্র প্রতিবাদ এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড সদস্য মোঃ কাইয়ুম শেখ, ৩নং সদস্য আবু বক্কর প্রামানিক, ১ নং সদস্য মোঃ ছাদেক আলী, ৭ নং সদস্য মোঃ খাজা মিয়া,  ৫ নং সদস্য শজিদুল ইসলামসহ ইউনিয়নের সর্বস্তরের শতাধিক জনগণ।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad