Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৪-১২-২০২৪, সময়ঃ বিকাল ০৪:১০

গোবিন্দগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

গোবিন্দগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

গোবিন্দগঞ্জ প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল কাটাখালি শহিদ স্মৃতিস্তম্ভে ও স্থানীয় শহীদ মিনারে পুস্পস্থবক অর্পণ ও আলোচনা সভা। 

আজ ১৪ ডিসেম্বর সকালে কাটাখালি শহীদ স্মৃতিস্তম্ভ ও স্থানীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পনের মধ্যদিয়ে দিবসের শুভ সুচনা করা হয়। এরপর  শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে উপজেলা পরিষদ হলরুমে  উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
এতে বক্তব্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম আজাদ, বিএনপি’র রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ, চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি রাখালবুরুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল হক চৌধুরী ডিউক, উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি আবুল কালাম আজাদ, পৌর বিএনপির আহবায়ক রবিউল কবির মনু, সদস্য সচিব আবু জাফর লেলিন প্রমুখ।  এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দপ্তর কর্মকর্তা, সুধীবৃন্দ, মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad