গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে শয়নঘর থেকে শিলা খাতুন (২০) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার কামারদহ ইউনিয়নের কামারদহ গ্রামের পায়েল খানের স্ত্রী এবং বগুড়ার গাবতলি উপজেলার হিজালা গ্রামের আল আমিনের কন্যা। আজ বেলা ১১ টায় পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।
প্রতিবেশী ও পরিবারের সদস্যরা জানান মাত্র এক বছর আগে শীলা ও পায়েল প্রেম করে বিয়ে করে। তাদের সংসারে তেমন কোন অশান্তি দ্বন্দ্ব ছিল না। শীলা গতরাত ১২ টা পর্যন্ত পরিবারের সাথে স্বাভাবিক থেকে গল্প গুজব করেছে।আর রাতের কোন এক নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে।
গোবিন্দগঞ্জ থানার এস আই প্রলয় কুমার বর্মা জানান খবর পেয়ে মরদেহটি তাদের শয়ন ঘর থেকে উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত হলে মৃত্যুর রহস্য জানা যাবে।