Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৮-৫-২০২৩, সময়ঃ বিকাল ০৫:২৪

গোবিন্দগঞ্জে সাঁওতালদের বিক্ষোভ মিছিল॥ মহাসড়কে অবস্থান

গোবিন্দগঞ্জে সাঁওতালদের বিক্ষোভ মিছিল॥ মহাসড়কে অবস্থান

গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

সাঁওতাল হত্যা মামলার বিচার কার্যক্রম দ্রুত করার দাবীতে গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিক্ষোভ করেছে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভ’মি উদ্ধার সংগ্রাম কমিটি। আজ বৃহস্পতিবার গোবিন্দগঞ্জ চৌকি আদালতে সাঁওতালদের পক্ষে দায়ের করা  ৫৬০/১৬  নং মামলার দিন ধার্য্য ছিল। আদালতের বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট নাজমুল হাসান অধিকতর শুনানীর জন্য পুনঃরায় এই মামলার দিন নির্দ্ধারণ করেন। 

এদিকে এই মামলার বিচার কার্য্যক্রম দ্রুত সম্পন্ন করার দাবীতে গোবিন্দগঞ্জে বিক্ষোভ করেছে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভ’মি উদ্ধার সংগ্রাম কমিটি। বিক্ষোভকারীরা শহরে বিভিন্ন সড়কে বিক্ষোভ প্রদর্শন করে থানা মোড়ে এসে অবস্থান নেয়।

এসময় ঢাকা-রংপুর মহাসড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফ হোসেন ও থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দীন ঘটনাস্থলে পৌঁছে সংগঠনের সভাপতি ফিলিমন বাস্কে সহ অন্যান্য নেতৃবৃন্দের সাথে আলোচনা করলে বিক্ষোভকারীরা অবস্থান তুলে নিয়ে স্থান ত্যাগ করে। 

এদিকে বিক্ষোভ চলাকালে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে বলেন মামলাটি দীর্ঘদিন যাবত বিচারাধীন রয়েছে। মামলাটির বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার দাবী জানান।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad