Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৯-৭-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:০৩

গোবিন্দগঞ্জে সাঁওতালদের সড়ক অবরোধ

গোবিন্দগঞ্জে সাঁওতালদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক ►

দেশের আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবি ফের জানিয়েছেন জাতীয় আদিবাসী পরিষদ নেতারা। একই সঙ্গে সাঁওতাল হত্যার বিচারসহ ৪ দফা দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

 আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি, সমতল আদিবাসীদের জন্য পৃথক স্বাধীন ভূমি কমিশন ও মন্ত্রণালয় গঠণ, চাকুরিসহ সকল ক্ষেত্রে ৫% কোটা চালু ও পুর্ণবহাল এবং গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাহেবগঞ্জ-বাগদার্ফামে তিন সাঁওতাল হত্যার বিচার দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি থেকে এই দাবি ও আহ্বান জানান জাতীয় আদিবাসী পরিষদ নেতৃবৃন্দ। 

রোববার (৯ জুলাই) গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের থানা চৌরাস্তা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রায় ঘণ্টাব্যাপী অবরোধে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এ অবরোধ কর্মসূচি চলাকালে সভাপতির বক্তব্যে জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন দেশের আদিবাসীদের দুরবস্থার চিত্র তুলে ধরেন। তিনি বলেন, আদিবাসীদের মানবাধিকার পরিস্থিতি ভালো নয়। আদিবাসীরা হত্যা-ধর্ষণসহ বিভিন্ন সামাজিক অনাচারের শিকার হচ্ছে। তারা কোনো বিচারও পাচ্ছে না। আদিবাসীদের ভূমি দখলের উৎসব চলছে। আন্তর্জাতিক মানবাধিকার আইনে স্বীকৃত আদিবাসীদের প্রথাগত ভূমি অধিকার সরকার সম্পূর্ণভাবে উপেক্ষা করে চলছে। 

আদিবাসীদের সংগ্রামের পাশে দাঁড়ানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জাতীয় আদিবাসী পরিষদের তথ্য ও গবেষণা সম্পাদক মানিক সরেন, সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে, আদিবাসী নেতা প্রিসিলা মুর্মু, আলবিনুস টুডু, মোথিয়াস মার্ডি, যোসেফ সরেন, প্রদীপ মালকো,  রিনা মুর্মু প্রমুখ।

বক্তারা, বাদ পড়া আদিবাসী জনগোষ্ঠীকে গেজেটে অন্তর্ভুক্তকরণ, রাজশাহীর গোদাগাড়ীতে সেচের পানি না পাওয়ায় অভিনাথ মার্ডি ও রবি মার্ডির আত্মহত্যার প্ররোচনাকারীদের বিচার এবং সারাদেশে আদিবাসীদের ওপর নির্যাতন, হত্যা, ধর্ষণ, অপহরণ, জমি জবর-দখল, মিথ্যা মামলা, লুটপাট, পুলিশি হয়রানি, আদিবাসীদের নামে বরাদ্দকৃত টাকা আত্মসাৎ, ভূমি অফিসের ঘুষ বাণিজ্যসহ দুর্নীতি বন্ধের দাবি জানান।

এসব দাবি না মানা হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়ে বক্তারা আরও বলেন, ভূমির অধিকার চাওয়ায় গোবিন্দগঞ্জে তিন সাঁওতালকে হত্যা করা হয়েছে। এ হত্যাকা-ের সাত বছর পেরিয়ে গেলেও বিচারকার্য শুরু হয়নি। যথেষ্ট সাক্ষ্য প্রমাণ রয়েছে। তারপরও বিচারের নামে তালবাহানা চলছে। দিনে-দুপুরে রাস্তায় কুপিয়ে হত্যা করা হয়েছে গোবিন্দগঞ্জের তৎকালীন এসিল্যান্ড অবিদীয় মার্ডিকে। সে মামলারও একই অবস্থা। বছরের পর বছর তদন্তের নামে কালক্ষেপণ করা হচ্ছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচারর মুখোমুখি করার দাবি জানান তারা।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম বলেন, দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দেওয়া হয়েছে। পরে তাঁরা অবরোধ তুলে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad