গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ এর চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার দুপুরে শহরের খানাবাড়ী জাতীয় পার্টির কার্যালয়ে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক অধ্যক্ষ কাজী মো. মশিউর রহমান। এ উপলক্ষে এক আলোচনা সভা ফুলবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান মো. আব্দুল মান্নান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আব্দুল গণি সরকার ও আলহাজ্ব নুরুল ইসলাম সহ উপজেলা ১৭টি ইউনিয়নের জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
বক্তারা বলেন,দেশের এক ক্রান্তিলগ্নে হুসাইন মোহাম্মদ এরশাদ দায়িত্বভার গ্রহণ করেছিলেন। তার দীর্ঘ ৯ বছরের শাসনামলে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।কোন অরাজকতা ছাড়াই দেশের মানুষকে শান্তিতে রেখেছিলেন। তিনি ৬৫ হাজার প্রত্যন্ত গ্রাম ও তার কৃষকদের ভাগ্যোন্নয়নে কাজ করে গেছেন। শেষে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।