Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৭-১১-২০২৪, সময়ঃ রাত ০৭:৩৮

গোবিন্দগঞ্জে হয়ে গেল শত বছরের ঐতিহ্যবাহী নবান্ন মেলা

গোবিন্দগঞ্জে হয়ে গেল শত বছরের ঐতিহ্যবাহী নবান্ন মেলা

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি►

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হয়ে গেল শত বছরের ঐতিহ্যবাহী নবান্ন মেলা। পৌর এলাকার পুরাতন বন্দরে স্কুল মাঠে আজ (রবিবার, ১৭ নভেম্বর) ভোরবেলা থেকে শুরু হয়ে এ মেলা চলে সন্ধ্যা পর্যন্ত। 

স্থানীয়রা জানান, হিন্দু সম্প্রদায়ের নবান্নকে কেন্দ্র করে প্রতিবছর অগ্রহায়ন মাসের প্রথম দিন এই মেলা বসে। মেলায় নতুন নতুন সবজি, বাহারী মিষ্টি, জিলাপী, গাইবান্ধার রসমঞ্জুরী, পানতোয়াসহ নানা ধরণের মিষ্টি, ছোটদের খেলনা, মাটির তৈরি তৈজষপত্র, পুতুল, হাড়ি-পাতিল, অর্থ সঞ্চয়ের ব্যাংক , কাঠের সামগ্রী এই মেলায় ওঠে। মেলাকে কেন্দ্র করে দূরদুরান্তের ব্যবসায়ীরা প্রতিবছর এই দিনটির জন্য অপেক্ষা করে থাকে। আর মেলার ক্রেতারা গোবিন্দগঞ্জ ও পার্শ্ববর্তী এলাকার হিন্দু সম্প্রদায় ছাড়াও অন্যান্য সম্প্রদায়ের মানুষ অংশ নেন। মেলায় এবার ১৫ কেজির কাতল মাছ সকলের নজর কাড়ে। 

উপজেলার কোচাশহর পালপাড়া থেকে আসা মাটির সামগ্রী বিক্রেতা সুনিল পাল বলেন, আগের মতো আর মাটির জিনিস বিক্রি হয়না। তারপরে যে মাল নিয়ে এসেছিলাম তা বিক্রি হয়েছে। এবার নতুন আলু বিক্রি হয়েছে ৪ থেকে সাড়ে ৪ টাকা পর্যন্ত। সবচেয়ে বেশী বিক্রি হয়েছে মাছ আলু, নতুন পালং শাক, ফুলকপি, পাতা কপি, শিমসহ নতুন নতুন সবজি। 

পুরাতন গোবিন্দগঞ্জের  বাসিন্দা পবিত্র দেব বলেন, নবান্ন মেলায় কেনা-বেচার পাশাপাশি  অনেক দূর-দুরান্ত থেকে আসা অনেক মানুষের দেখা মেলে এই দিনটিতে। তাই এ মেলা যেন চালু থাকে এ জন্য প্রশাসনের  দৃষ্টি ও সহযোগিতা কামনা করছি।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad