গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনা কালে আড়াই কেজি গাঁজা সহ মিজানুর রহমান নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী দক্ষিণ ছাট গোপালপুর (ছলদিপুরী)গ্রামের মৃত ছাসসুল হক খন্দকারের পুত্র। আজ শনিবার দুপুরে গোবিন্দগঞ্জ থানার এসআই সঞ্জয় কুমার সাহা সঙ্গীয় ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন।
থানা সুত্রে জানা গেছে, দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ কোল্ড ষ্টোরের সামনে গাড়ি চেকিং কালে ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা বগুড়াগামী অলংকার পরিবহনের যাত্রীবাহী বাস (গাজীপুর-জ- ০৪--০২৩৯)কে আটক করে তল্লাশি করা কালে মিজানুর রহমানের দেহ তল্লাশী করার সময় সে অসংলগ্ন আচরণ করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে তার কাছে মাদক থাকার কথা স্বীকার করে। পরে তার দেখানো বাসের লকার থেকে তিনটি পলিথিনের পোটলায় ২কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার ও মাদক কারবারী মিজানুরকে গ্রেফতার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার উপ পরিদর্শক সঞ্জয় কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে। বিকেলে গ্রেফতারকৃত আসামী মিজানুরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।