গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের চোখ ফাঁকি দিয়ে ৬ বছর ধরে আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি মাসুম শেখ নামে ৩ বছরের সাজাপ্রাপ্ত এক আসামির।
অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৫ মে) রাতে থানা মোড় থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মামুন শেখ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের মালেকাবাদ গ্রামের ওসমান শেখের ছেলে।
আজ (সোমবার, ২৬ মে) দুপুরে তাকে আদালতের কাছে সোপর্দ করা হয়।
থানা সূত্রে জানা গেছে, মাসুম শেখের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এর মধ্যে ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ১৪৩/১৯ মামলায় গোবিন্দগঞ্জ (চৌকি) আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুমকে ৩ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। এ সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর থেকে তিনি ৬ বছর যাবত পলাতক ছিলেন। গত রবিবার গোবিন্দগঞ্জ থানার এ এস আই আপেল মাহমুদ শহরের থানা মোড় থেকে তাকে গ্রেফতার করে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।