নিজস্ব প্রতিবেদক►
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৮ হাজার ৮৮৪ টাপেন্টাডল মাদকসহ মোতাহার আলী (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার (২৬ মে) বিকেলে উপজেলার গোমানীগঞ্জ ইউনিয়নের কুড়ি পাইকা এলাকা তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-১৩ অধিনায়কের পক্ষে উপ-পরিচালক (মিডিয়া) স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
গ্রেপ্তার মোতাহার আলী উপজেলার কুড়ি পাইকা গ্রামের সালজার রহমানের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানোনো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলার গোমানীগঞ্জ ইউনিয়নের কুড়ি পাইকা এলাকায় অভিযান চালায় র্যাব। এ সময় ৮ হাজার ৮৮৪ টাপেন্টাডল মাদকসহ মোতাহার আলীকে গ্রেপ্তার করা হয়। এ সময় মো. কনক নামে আরেক যুবক পালিয়ে যায়। কনক ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানোনো হয়, গ্রেফতার মোতাহার আলীকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে যুক্ত থাকার কথা স্বীকার করেছেন। তারা সুকৌশলে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় র্যাব।