গোপাল মোহন্ত, গোবিন্দগঞ্জ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জের কাটাবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিত্যাক্ত ভবন অপসারণ ও নতুন ভবন নির্মাণ করে এলাকাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ (মঙ্গলবার, ২০ আগস্ট) দুপুরে ঢাকা-দিনাজপুর সড়কের বোগদহ বাজারের কাটাবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ১০ বছর ধরে কাটাবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের ভবনটি জরাজীর্ণ হওয়ায় পরিত্যাক্ত অবস্থায় রয়েছে। যেকারণে স্থানীয়রা সুষ্ঠু স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। এজন্য দ্রুত নতুন ভবন নির্মাণ করে কাটাবাড়ী ইউনিয়নবাসীসহ এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি জানান বক্তারা।
‘কাটাবাড়ী ইউনিয়নের সর্বস্তরের ছাত্র জনতা’র আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন কাটাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ, ইউপি সদস্য সাদেক হোসেন, কাইযুম, আল আমিন, সজিব এবং ছাত্র সমাজের নেতৃবৃন্দ।