Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২১-৭-২০২৩, সময়ঃ বিকাল ০৩:৫৯

গোবিন্দগঞ্জের কৃতি সন্তান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ভারত কমিটির সভাপতি শামীম

 গোবিন্দগঞ্জের কৃতি সন্তান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ভারত কমিটির সভাপতি শামীম

নিজস্ব প্রতিবেদক ►

গাইবান্ধার গোবিন্দগঞ্জের কৃতি সন্তান, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ভারত কমিটির সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মীর এম এম শামীম ২৩ জুলাই শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসাবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে ইতালির রাজধানী রোমের উদ্দেশ্যে যাত্রা করেছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতালিতে সফরকালীন বিভিন্ন প্রোগ্রামে অংশ গ্রহণ করবেন।

এছাড়াও আগামী ২৪ জুলাই অনুষ্ঠিতব্য “বঙ্গবন্ধু বাংলাদেশ ও শেখ হাসিনা- প্রবাসীদের করণীয়” শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে মীর শামীম উপস্থিত থাকবেন। মীর এম এম শামীম বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি অ্যাডভোকেট ড. মশিউর মালেকের নেতৃত্বে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে গঠিত বঙ্গবন্ধু ফাউন্ডেশনের চার সদস্যের প্রতিনিধি দলের অন্যতম সদস্য। তার সফরসঙ্গী হিসাবে রয়েছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ স¤পাদক শহীদুল্লাহ ওসমানি ও সহ স¤পাদক ডেভিড এ হালদার।

উল্লেখ্য, আগামী ২৪ থেকে ২৬ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোমে অনুষ্ঠেয় জাতিসংঘের “ফুড সিস্টেম সামিট” এর মূল অনুষ্ঠানে বক্তব্য দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন ইতালি সফরে পাঁচটি চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরমধ্যে অভিবাসন, জ্বালানি, সাংস্কৃতিক সহযোগিতা, প্রতিরক্ষা এবং আইসিটি ও সাইবার সিকিউরিটি বিষয়ক চুক্তি সই নিয়ে দুইপক্ষের মধ্যে আলোচনা। 
মীর শামীমের আগামী ৩০ জুলাই দেশে ফেরার কথা রয়েছে।


 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad