গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউপির উপ-নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় ইউনিয়নের জুমার ঘর নামক স্থানে পথসভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল সাদেকের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লিচুর সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন গাইবান্ধা ৪ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী বাদু, যুগ্ম সাধারণ সম্পাদক মিয়া আসাদুজ্জামান হিরু, দরবস্ত ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আ.র.ম শরিফুল ইসলাম জর্জ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রোকনুজ্জামান বুদু, কামাদরদহ ইউপির চেয়ারম্যান উপজেলা সেচ্ছা সেবকলীগের যুগ্ন আহবায়ক তৌকির হাসান রচি ও শালামারা ইউপির চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান আনিছ প্রমুখ।
বক্তারা আগামী ১৭ জুলাই তালুককানুপুর ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকার প্রার্থী মাসুদ আলমকে বিজয়ী করতে সাধারণ ভোটারদের ভোট দেওয়ার আহ্বান জানান। সেই সাথে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে এ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিণত করতে সকলের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য আগামী ১৭ জুলাই তালুক কানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।