Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২-১০-২০২৩, সময়ঃ রাত ০৮:১৮

গোবিন্দগঞ্জের শোলাগাড়ী মাদ্রসা কমিটির সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত সুপারের মধ্যে সংঘর্ষে আহত ১০

গোবিন্দগঞ্জের শোলাগাড়ী মাদ্রসা কমিটির সভাপতি ও সাবেক ভারপ্রাপ্ত সুপারের মধ্যে সংঘর্ষে আহত ১০

গোবিন্দগঞ্জ প্রতিনিধি

গোবিন্দগঞ্জে মাদ্রসা কমিটির সভাপতি সাবেক ভারপ্রাপ্ত সুপারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে শিবপুর ইউনিয়নের শোলাগাড়ী ঈদগাহ সিনিয়র আলিম মাদ্রাসায় এ ঘটনা ঘটে। সংর্ঘষে উভয় পক্ষে ১০ আহত হয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

পুলিশ জানান, শোলাগাড়ী দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি জালাল উদ্দিন রুমি ও বোর্ড কর্তৃক সদ্য নিয়োগ প্রাপ্ত ভারপ্রাপ্ত সুপার মোজহারুল ইসলামের সাথে মিটিং করতে গেলে পূর্বের ভারপ্রাপ্ত সুপার মিনহাজ উদ্দীন সরদার ও তার লোকজন তাদের ওপর হামলা চালায়। এতে উভয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষ  হামলায় উভয় পক্ষের কমপক্ষে ১০ আহত ও দুটি মোটরসাাইকেলে ভাঙ্গচুর হয়। আহতদের মধ্যে উপাজেলার শিবপুরের ফতুপাড়া গ্রামের আব্দুর রহমানের পুত্র সামিউল ইসলাম (৩০) ও বর্ধনকুঠি গ্রামের মৃত দুলাল উদ্দীনের পুত্র শাহাদত হোসেন শিবপুর পাড়াকচুয়া আলামিনকে গুরুতর আহত অবস্থায় বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

স্থানীয়রা জানান, বিদ্যালয়ের সুপার ও সভাপতির পদ নিয়ে নানা ধরণের দন্দ্ব চলে আসছে দীর্ঘ দিন করে। সাম্প্রতি নতুন সভাপতি হিসেবে জালাল উদ্দীন রুমি দায়িত্ব পাওয়ার পর বিভিন্ন অভিযোগে অভিযুক্ত ভারপ্রাপ্ত সুপার মিনহাজ উদ্দীন সরদারকে বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা গ্রহণ করায় সে ক্ষিপ্ত হয়ে ওঠে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ বলেন, এখন পর্যন্ত এ ব্যাপারে কোন অভিযোগ আসেনি এলে আইনি ব্যবস্থা নেয়া হবে।
 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad