Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১১-৭-২০২৪, সময়ঃ রাত ০৭:২২

গোবিন্দগঞ্জের সাপমারা ইউপির চেয়ারম্যান প্রার্থীদের প্রতীক বরাদ্দ

গোবিন্দগঞ্জের সাপমারা ইউপির চেয়ারম্যান প্রার্থীদের প্রতীক বরাদ্দ

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। 

আজ (বৃহস্পতিবার, ১১ জুলাই) উপজেলা নির্বাচন অফিসার ৫ প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মাঝে এ প্রতীক বরাদ্দ করেন। 

প্রতীক পাওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন- এনামুল হক (চশমা), সেলিম মিয়া (মোটর সাইকেল), তোফাজ্জল হোসেন সরদার  (ঘোড়া), মাহমুদ হাসান তুষার (আনারস) এবং মিনহাজুর রহমান (অটোরিক্সা)। 

এ উপ-নির্বাচনে ৬ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করলেও তারেকুল বাসার দুলাল ইতিমধ্যেই তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন। 

উল্লেখ্য, সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক শাকিল আকন্দ বুলবুল চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে গত ২১ মে অনুষ্ঠিত গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচন কমিশনের আইন অনুযায়ী ওই ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূণ্য হওয়ায় আগামী ২৭ জুলাই সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে । 

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad