Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৬-১১-২০২৩, সময়ঃ রাত ০৭:১৯

গোসলের ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

গোসলের ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন

রংপুর  প্রতিনিধি

রংপুরের পীরগাছায় নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সুমন নামে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বিচারিক আদালত। সেইসঙ্গে এক লাখ টাকা জরিমানা আদায়ের নির্দেশ দেয়া হয়েছে।

রবিবার (২৬ নভেম্বর) দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. রোকনুজ্জামান এ রায় দেন। এসময় আদালতে আসামিরা উপস্থিতি ছিলেন।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, পীরগাছা উপজেলার রাধাকৃষ্ণ গ্রামের মোশাররফ হোসেন মানিকের ছেলে ব্রেলভী হোসেন সুমন প্রতিবেশীর  নবম শ্রেণীরতে পড়ুয়া এক ছাত্রীকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু এতে সে রাজি না হওয়ায় গোপনে মোবাইল ফোনে গোসলের ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। ঘটনার দিন ২০১৮ সালের ৩ ডিসেম্বর ধর্ষণের সময় বিষয়টি তাদের এক নিকটাত্মীয় দেখে ফেলেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। ওই বৈঠকে বিয়েতে অস্বীকৃতি জানান ব্রেলভী হোসেন সুমন। এ ঘটনায় ২০১৯ সালের ১৮ জানুয়ারি পীরগাছা থানায় মামলা করতে যান ভুক্তভোগী মেয়েটির বাবা। কিন্তু থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণ না করায় পরবর্তীতে আদালতে মামলা করেন মেয়েটির বাবা। আদালতের নির্দেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপপরিদর্শক (এসআই) ইকরামুল হক তদন্ত শেষে ওই বছরের ২০ আগস্ট সুমনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। প্রায় চার বছর মামলার বিচারকাজ চলার পর রোববার এর রায় ঘোষণা করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি (পিপি) জাহাঙ্গীর হোসেন তুহিন রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad