Ad
  • মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৮-৮-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:০১

ঘাগোয়া মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে কেক কাটার উৎসব

ঘাগোয়া মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে কেক কাটার উৎসব

নিজস্ব প্রতিবেদক►

গাইবান্ধা সদর উপজেলা থেকে ১২ কিলোমিটার দূরে অবস্থিত ঘাগোয়া মডেল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি এখন ঘাগোয়া এলাকা ছাড়াও পাশ্ববর্তী এলাকার কাছে পরিচিত হয়ে উঠছে নিরাপদ ডেলিভেরীর নির্ভরযোগ্য স্থান। আর এই নির্ভরতা উত্তোরোত্তর বৃদ্ধি পেয়ে সবার কাছে আস্থার যায়গা হয়ে সব সময় পাশে থাক এমন প্রত্যাশা এখন সবার।

কেননা এখানে এখন ২৪/৭ দিন খোলা রাখার মাধ্যমে নরমাল ডেলিভেরী সেবা প্রদান করা হচ্ছে। আর এই সেবা দেওয়ার জন্য ২জন মিডওয়াইফসহ ফ্যামিলি প্লানিং বিভাগের ভিজিটর সার্বক্ষনিকআবাসিক ভবনে থেকে সেবা দিয়ে আসছে। আর সেই সাথে মায়েদের গর্ভকালীন চারটি চেকআপ নেওয়ার বিষয়ে সচেতনতা ও প্রতিনিয়ত বেড়েই চলছে।

আজ ছিল ঘাগোয়া মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের ২০০ তম নরমাল ডেলিভেরী অর্জন উৎসব।

উৎসবমুখর এই ফ্যাসিলিটিতে ডেলিভেরী হওয়া শততম মায়েদেরকে নিয়ে কেক কাটাসহ তাদের সেবা পাওয়ার অনুভুতি শোনার মাধ্যমে পরবর্তীতে আরো ডেলিভেরী বৃদ্ধিতে প্রত্যেকের ভূমিকা ও দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়।

আলোচনায় অংশ নেন ফ্যামিলি প্লানিং বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাসহ মেডিক্যাল অফিসার গণ এবংমমতা প্রকল্পের টীম। প্রকল্পটি কৈইকা ও সেভ দি চিলড্রেন এর ফান্ডে বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ফারজানা সুলতানা-উপজেলা কো-অর্ডিনেটর, মমতা প্রকল্প।

নিউজটি শেয়ার করুন

Ad

এ জাতীয় আরো খবর
Ad
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
Ad